#হলদিয়া: হলদিয়ার আট নম্বর ওয়ার্ডে মামা-ভাগ্নির টক্কর। সেই যুদ্ধে নজর ছিল গোটা পুরসভার। বামপ্রার্থী তথা হলদিয়ার বিধায়ককে হারিয়ে জয় ঝুলিতে পুরেছেন তাঁর আপন বড় মামা। হারের তেতো স্বাদ ভোলাতে ভাগ্নির বাড়িতে রাজভোগও পাঠিয়েছেন তিনি।
খালি চোখে সিপিএম বনাম তৃণমূলের লড়াই। ভিতরে ভিতরে অবশ্য প্রেস্টিজ ফাইট। হলদিয়া পুরসভার আট নম্বর ওয়ার্ডে মামা-ভাগ্নির লড়াইয়ে নজর রেখেছিল গোটা পুরসভা। সিপিএম প্রার্থী করেছিল হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে। চার চার বার কাউন্সিলর হয়েছেন তাপসী। জোড়াফুল শিবির তাপসীর বড়মামা প্রশান্ত দাসকে প্রার্থী করে। ভোটের যুদ্ধ শেষপর্যন্ত ঘরে ঢুকে পড়ে। বৃহস্পতিবার সেই লড়াইয়ে ভাগ্নি তাপসীকে ৩,৪৮২ ভোটে হারিয়ে দিলেন বড়মামা প্রশান্ত।
বিধায়কও জিততে পারেননি। এমনকী গোটা পুরসভায় দাঁত ফোটাতে পারেনি বামেরা। তা নিয়ে শাসক দলকেই বিঁধেছেন হলদিয়ার বিধায়ক।
-গলায় জয়ের মালা। গায়ে-মাথায়-মুখে সবুজ আবীর। রাজনীতির যুদ্ধ জয়ের এমন অভিজ্ঞতা কম নেই তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রশান্ত দাসের ঝুলিতেও। কিন্তু, বৃহস্পতিবারের জয় যে অন্যরকম তা মানছেন তিনিও। তবে রাজনীতির আকচাআকচি তিনি উড়িয়ে দিতে চান রাজভোগের স্বাদেই।
এমন জয়ে কেমন আনন্দ? এমন হারে বেদনাই বা কতটা? বড়মামার দ্বারাই এই জয় সম্ভব, মানছেন ভাগ্নি। মামার বাড়ি ভারী মজা! ভাগ্নি তাপসী মণ্ডলকে মনে করিয়ে দিচ্ছেন মামা প্রশান্ত দাস।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Haldia Municipal Election, Left Front, TMC Win