দুর্ঘটনায় যুবকের মৃত্যু, রণক্ষেত্র বীরভূমের ময়ূরেশ্বর

দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের ময়ূরেশ্বর এলাকা ৷ বালির ডাম্পারের ধাক্কায় স্থানীয় এক যুবকের মৃত্যুর পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে আদিবাসীপাড়ার ক্যানেলমোড়ে। পথ অবরোধ তুলতে গিয়ে ক্ষুব্ধ জনতার হাতে আক্রান্ত পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #বীরভূম: দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের ময়ূরেশ্বর এলাকা ৷ বালির ডাম্পারের ধাক্কায় স্থানীয় এক যুবকের মৃত্যুর পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে আদিবাসীপাড়ার ক্যানেলমোড়ে। পথ অবরোধ তুলতে গিয়ে ক্ষুব্ধ জনতার হাতে আক্রান্ত পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে থানায় আশ্রয় নিয়েও শেষরক্ষা হয়নি। সেখানেও লাগাতার ইটবৃষ্টি ,ভাঙচুর, আগুন লাগানোর ঘটনা ঘটে। ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত হয় শুক্রবার সকাল সাড়ে দশটায়।

    তথ্য অনুযায়ী, সাজু শেখ নামে স্থানীয় এক যুবক রাস্তা পার হচ্ছিলেন। সেই সময়ে দ্রুত গতিতে আসা বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরই উত্তেজিত জনতা পথ অবরোধ শুরু করেন। তাঁদের দাবি, এই ধরণের ঘটনা আগেও ঘটেছে। বহু অভিযোগেও পুলিশ নিষ্ক্রিয়।

    অবরোধ ওঠাতে গিয়েই ক্ষুব্ধ জনতার হাতে আক্রান্ত হয় পুলিশ। ময়ূরেশ্বর থানার মেজবাবু মহম্মদ রহমতুল্লাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। প্রাণ বাঁচাতে গাড়ি ঘুরিয়ে নেন তিনি। তার আগেই অবশ্য গাড়ির ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। দুটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে এরপর থানার দিকে দৌড় লাগাল পুলিশকর্মীরা। তাঁদের পিছনে ধাওয়া করে থানায় পৌঁছে যায় জনতা। থানার বাইরে রাখা বাইক, জেনারেটর সবেতেই আগুন ধরিয়ে দেওয়া হয়। সঙ্গে থানা লক্ষ করে চলে লাগাতার ইঁটবৃষ্টি। থানার মধ্যে ঢুকে চলে ভাঙচুর।

    ঘটনায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। প্রায় এক ঘন্টা থানার মধ্যে আটকে থাকতে হয় অসহায় পুলিশকে। একটি ঘরে জড়সড় মহিলা পুলিশকর্মীরা। রামপুরহাট থেকে বিশাল পুলিশবাহিনী পৌঁছোনোর পর ওসি রাকেশ সাধুখাঁ সহ বাকি পুলিশকর্মীরা থানা থেকে বেরিয়ে আসেন ।

    First published:

    Tags: Birbhum, Mayureswar, Police, Road Accident, Violence