#পানাগড়: পানাগড় বাজারের গাড়ির গ্যারাজে বিধ্বংসী আগুন ৷ বৃহস্পতিবার ভোর ৪.৩০ নাগাদ আগুন লাগে ৷ জানা গিয়েছে, সেনাছাউনি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত ওই গ্যারাজে আগুন লাগে ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সেনাবাহিনী, দমকল আধিকারিকরা ৷ আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকাই এবং ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়াই এলাকাবাসীদের মধ্যে ৷ বাসিন্দারা বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
দমকলের ৯টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ এর মধ্যে একটি সেনাবাহিনীর ইঞ্জিন ৷
অগ্নিকাণ্ডে কয়েকলক্ষ টাকার ক্ষতি বলে দাবি করা হয়েছে ৷ কিভাবে আগুন লাগল তা জানা যায়নি এখনও পর্যন্ত ৷ তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান পুলিশের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, Fire, Fire Brigade, Fire Tenders, Massive Fire In Panagarh Garage, বিধ্বংসী আগুন