#হাওড়া: পুজোর মুখে আগুনে পুড়ে গেল হাওড়ার কদমতলা বাজার। শনিবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে। দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নেভে। ততক্ষণে পুড়ে খাক শ'তিনেক দোকান। দমকল পৌঁছতে দেরি করায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদিও অভিযোগ উড়িয়েছে দমকল কর্তৃপক্ষ। ঠিক কী কারণে আগুন লাগে, তা জানা যায়নি। শনিবার ভোর পঁচটা নাগাদ বাজারের ভিতরের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কদমতলা বাজার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ব্যাটরা থানা। প্রথমে সেখানেই খবর দেওয়া হয়। এরপর একে একে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নেভে। ততক্ষণে পুড়ে খাক শ'তিনেক দোকান। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দমকল দেরিতে আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। যদিও এই অভিযোগ উড়িয়েছে দমকল কর্তৃপক্ষ। ব্যক্তিগত মালিকানায় গড়ে ওঠা এই বাজারে কোনও অগ্নিনির্বাণ ব্যবস্থা ছিল না। তাই দায় ঝেড়েছে পুরসভা। যদিও প্রশাসনের গাফিলতি মেনে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর মৌসুমি ঘোষ। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্দিষ্ট করে বলা যায়নি। তবে ব্যবসায়ীদের দাবি, কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। তাই পুজোর মুখে মাথায় হাত কদমতলা বাজারের কয়েকশো দোকানির।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, Fire Brigade, Fire Tenders, Massive Fire Breaks Out In hopwrah Kadamtala Market, Massive Fire In Howrah