#মেদিনীপুর: ম্যালেরিয়া মোকাবিলায় উদ্যোগ। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিশেষ গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে। চিকিৎসার পাশাপাশি সেখানে গবেষণার কাজও করা হবে। অক্সফোর্ড ইউনিভার্সিটির অর্থ সহায়তায় এই ব্যবস্থাপনা।
বর্ষায় মশার উপদ্রব বাড়ে। সেই সঙ্গে প্রকোপ বাড়ে মশা বাহিত রোগেরও। যার অন্যতম ম্যালেরিয়া। সাম্প্রতিক এক গবেষণায় মারাত্মক তথ্য উঠে এসেছে। ওষুধ প্রয়োগে ফ্যালসিপেরাম ম্যালেরিয়ার জীবাণুর ড্রাগ প্রতিরোধক ক্ষমতা বাড়ছে। আর এতেই চিন্তিত চিকিৎসকরা। ভবিষ্যতে ফ্যালসিপেরাম ম্যালেরিয়া যাতে মহামারীর আকার ধারন করতে না পারে, তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
- দেশের ৩ জায়গায় ম্যালেরিয়া গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে
- মেদিনীপুর, রাউরকেল্লা ও আগরতলায় গবেষণা কেন্দ্র
- মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসা ও গবেষণার ব্যবস্থা।রয়েছে বিশেষ পরীক্ষাগারও
এই ইউনিটগুলি তৈরি করতে আর্থিক সাহ্যয্য করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। ন্যাশনাল ইন্সস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চও সহযোগিতা করছে।
- মাল্টি ড্রাগ বা একাধিক ওষুধ প্রয়োগ করে চিকিৎসা - ভরতি রাখা ও নিয়মিত নজরদারির বন্দোবস্তইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। চিকিৎসার পাশাপাশি গবেষণার কাজও চলছে। বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করা হচ্ছে। এখানে বিশ্বমানের চিকিৎসা মিলবে বলে দাবি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malaria, Malaria research, Medinipore medical college, Oxford university, West medinipore