#বীরভূম: রামপুরহাট আদালতে জামিনের আবেদন জানাতে হাজির হলেন বিজেপি নেত্রী-অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় ৷ ভোটচলাকালীন নির্বাচনী আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির এই দাপুটে নেত্রীর বিরুদ্ধে ৷ এবছরের বিধানসভা নির্বাচনে ময়ূরেশ্বর থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় ৷
লকেটের আবেদনের ভিত্তিতে তাঁর জামিন মঞ্জুর করে রামপুরহাট মহকুমা আদালত ৷ একহাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন বিজেপি নেত্রী ৷ তবে ২১ নভেম্বর ফের হাজিরা দিতে হবে তাঁকে ৷
গত ১৮ এপ্রিল ময়ূরেশ্বেরে ভোটগ্রহণ চলাকালীন বুথে ঘুরে ঘুরে পরিদর্শন করছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ ভোট প্রক্রিয়া চলাকালীনই অনিয়মের অভিযোগে ময়ূরেশ্বরের ৩০ নং বুথে বচসায় জড়িয়ে পড়েন দাপুটে বিজেপি নেত্রী ৷
ওই বুথের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ছাপ্পা ভোটে মদত দেওয়ার অভিযোগ তুলে ধমক দেন লকেট ৷ ভোটকর্মীর উপর চোটপাট করতেই থাকেন উত্তেজিত নেত্রী ৷ বচসার জেরে ময়ূরেশ্বরের ৩০ নং বুথে ১০ মিনিটের উপর বন্ধ থাকে ভোট গ্রহণ ৷
প্রিসাইডিং অফিসারের অভিযোগের ভিত্তিতেই ১৯ এপ্রিল ময়ূরেশ্বর থানায় লকেটের নামে ১৮৬, ৪৪৭, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয় ৷ ভারতীয় দণ্ডবিধির ১৩২ ধারায় ও আরপি অ্যাক্টেও মামলা রুজু হয়েছে বলে খবর ৷ সেই মামলার প্রেক্ষিতেই জামিনের আবেদন করবেন নেত্রী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bail Plea, Birbhum, BJP Leader, Locket Chatterjee, Rampurhat, West Bengal Asembly Election 2016