#আসানসোল: আসানসোলের কুলটিতে নামল ধস ৷ শুক্রবার সকালে ধস নামে বড়িদা থেকে কুলটি যাওয়ার রাস্তায় ৷ এর ফলে বড়িরার সঙ্গে কুলটির যোগাযোগ বিচ্ছিন্ন হযে যায়। ধস নামায় আতঙ্ক ছড়ায় আশেপাশের এলাকায়। দাবি, পাশেই রয়েছে বিসিসিএলের কয়লাখনি। গ্রামবাসীদের অভিযোগ, মাটির নিচ থেকে কয়লা উত্তোলন করে খালি অংশ ভরাট না করাতেই ধস নেমেছে। এই অঞ্চলে একসময় রমরমিয়ে চলত বেআইনি কয়লাখনি। কী কারণে ধস তা খতিয়ে দেখছে বিসিসিএল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে বিসিসিএলের আধিকারিকরা এসে মাটি ভরাটের কাজ শুরু করবে বলে জানা গেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, BCCL, Kulti, Land Slide