Home /News /south-bengal /
দুর্ঘটনা এড়াতে বিশেষ চশমা তৈরি করলেন খড়গপুর IIT-র ৪ গবেষক

দুর্ঘটনা এড়াতে বিশেষ চশমা তৈরি করলেন খড়গপুর IIT-র ৪ গবেষক

বিশেষ গগলস তৈরি করলেন খড়গপুর IIT-র ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকরা। তৈরি করেছেন এক বিশেষ ধরনের মোবাইল গেমও।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #খড়কপুর: ককপিটে ঢোকার সময় কতটা সজাগ, সচেতন থাকেন বিমানচালকরা। তা পরীক্ষা করতে বিশেষ গগলস তৈরি করলেন খড়গপুর IIT-র ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকরা। তৈরি করেছেন এক বিশেষ ধরনের মোবাইল গেমও।

  বিমানচালকের মুহূর্তের অসাবধানতায় ঘটে যেতে পারে বড়সড় বিপদ। তাঁরা কতটা সতর্ক? তাঁদের শারীরিক অবস্থাই বা কী? বিশেষ চশমা পরলে জানতে পারবেন পাইলট নিজেই। সৌজন্যে খড়গপুর IIT-র চার গবেষক। তাঁদের নেতৃত্বে রয়েছেন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অরবিন্দ রাউতরে। বিশেষ সেন্সরযুক্ত এই গগলস পরলে, চোখের গতিবিধির মাধ্যমেই জানা যাবে, ও ব্যক্তি  কতটা প্রস্তুত?

  ট্যাব বা মোবাইলের সঙ্গে চশমাটি যুক্ত থাকবে। সেখানে থাকবে একটি গেম। এটা খেললে শরীরের গতিবিধি সম্পর্কে যাবতীয় তথ্য, নিজের ট্যাব বা মোবাইলে পাবেন ব্যবহারকারী।

  তবে শুধু বিমানচালকরাই নয়, বাস বা গাড়িচালক, চিকিৎসক-সহ যে কোনও জরুরি পরিষেবা প্রদানকারী ব্যক্তি এটি ব্যবহার করতে পারবেন। দরকার শুধু একটি স্মার্টফোন বা ট্যাব। মোট দাম পড়বে প্রায় পনেরো হাজার টাকার কাছাকাছি।

  First published:

  Tags: Bengali News, ETV News Bangla, Goggles, Kharagpur IIT Researchers, Mobile Game, Special Goggles To Avoid Accidents, খড়গপুর IIT

  পরবর্তী খবর