তালিবানি শাসনের শিকার কাটোয়ার গ্রামের এক গৃহবধূ

তালিবানি শাসনের শিকার কাটোয়ার গ্রামের এক গৃহবধূ। খাবার চাইলেই স্বামীর হাতে জুটত মার, অকথ্য গালিগালাজ সঙ্গে চলত নির্যাতন।

  • Last Updated :
  • Share this:

    #কাটোয়া: তালিবানি শাসনের শিকার কাটোয়ার গ্রামের এক গৃহবধূ। খাবার চাইলেই স্বামীর হাতে জুটত মার, অকথ্য গালিগালাজ সঙ্গে চলত নির্যাতন। ৬ বছরের কন্যাও অত্যাচারের হাত থেকে রেহাই দেয়নি অভিযুক্ত স্বামী হিরা সিং সেখ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কাটোয়ার কোঁয়ারা গ্রামের নুর আলি সেখের ছেলের সঙ্গে বছর সাতেক আগে গ্রামেরই মেয়ে নুরতাজ বিবির বিয়ে হয়েছে। হিরা সিং সেখ দিল্লিতে এক পোশাক তৈরির কারখানায় এমব্রডেয়ারির কাজ করত। এক বছর হল গ্রামে ফিরে এসে স্ত্রী ও কন্যা সন্তানের উপর অত্যাচার শুরু করে বলে অভিযোগ।

    গত শুক্রবার নুরতাজ বিবি নিজের ও কন্যার খাবার চাইলে হিরাসিং সেখ নুরতাজের শরীরে অ্যাসিড ছিটিয়ে দেয় । যন্ত্রণায় ছটপট করতে থাকলে কেউ সাহায্যের জন্য আসেনি। পরে নুরতাজের গলায় কামড়ে দেয় বলে অভিযোগ। বেধরক মেরে স্ত্রী নুরতাজকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে হিরা সিং সেখ হুমকি দিয়ে বলে শ্বশুর বাড়ি যদি ফিরে আসবি তাহলে এবার প্রাণে মেরে দেব। ভয়ে আতঙ্কে দুদিন বাপের বাড়িতে থেকে আজ বোন ময়না খাতুনকে নিয়ে কাটোয়া থানায় স্বামী হিরাসিং সেখ, শ্বশুর নুর আলি সেখ, শ্বাশুড়ি আফরুজা বিবি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। নুরতাজ বিবির বোন ময়না খাতুন অভিযোগ করেন যে দিদির শ্বশুর বাড়ির লোকেরা ফের টাকার জন্য চাপ দিচ্ছে। দিদি যদি টাকা দিতে না পারে তাহলে জামাইবাবু হিরা সিং ও তাদের বড়ির লোকের দিদিকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। কাটোয়া থানার ও সি সঞ্জীব ঘোষ জানান, অভিযোগ পেয়েছি । অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই মুহূর্তে নুরতাজ বিবির চিকিতৎসা দরকার সে জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে নুরতাজ বিবির ফের চিকিৎসা শুরু হয়েছে।

    First published:

    Tags: Domestic violence, House Wife