#কাটোয়া: সিনেমা দেখার নাম করে দীর্ঘদিন ধরে হলের মধ্যে চলছে অসামাজিক কাজ ৷ এই অভিযোগে হলের ভিতর চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ জনতা এরপরই হলের মধ্যে ভাঙচুর শুরু করে !
কাটোয়া থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভ দেখে হলের ভিতরে থাকা যুবক-যুবতীরা যে যার মত পালাতে শুরু করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয় নি। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অস্বীকার করে সিনেমা হলের মালিক সঞ্জয় দত্ত বলেন, ‘‘এই রকম বাজে কাজ আমার হলে হয় না ৷ আর আমরা আঠারো বছরের নিচে কোনও ছেলে-মেয়েকে ব্যালকনির টিকিট বিক্রি করি না।’’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ সিনেমা হলের ছবি প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। কাটোয়া থানার ওসি সঞ্জীব ঘোষ প্রথমে কিছু মন্তব্য করতে না চাইলেও পরে জানান, ‘‘ এবিষয়ে এখনও লিখিত কোনও অভিযোগ এখনও জমা পড়ে নি ৷ পুলিশ যদিও তদন্ত শুরু করেছে।’’