কালনা ফেরিঘাটে জনতার হাতে আক্রান্ত পুলিশ, উত্তেজনা সামলাতে র‍্যাফ

শনিবার গভীর রাতে গঙ্গায় যাত্রীবোঝাই নৌকা উল্টে যাওয়ার ঘটনায় উত্তপ্ত নদিয়ার কালনা ৷ উত্তেজক পরিস্থিতি সামাল দিতে ফেরিঘাটে নামানো হল র‍্যাফ ৷ রবিবার সকালে উদ্ধারকাজ ধীর গতিতে চলায় ক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় নৌকায় ৷ শনিবার রাতে কালনা থেকে শান্তিপুর যাওয়ার পথে মাঝ গঙ্গায় নৌকা উল্টে যাত্রীরা জলে পড়ে যান ৷ এই দুর্ঘটনার ফলে বন্ধ শান্তিপুর-কালনা ফেরি চলাচল ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #নদিয়া: শনিবার গভীর রাতে গঙ্গায় যাত্রীবোঝাই নৌকা উল্টে যাওয়ার ঘটনায় উত্তপ্ত বর্ধমানের কালনা ও নদিয়ার শান্তিপুর ৷ শনিবার রাতে নৌকা দুর্ঘটনার পরে রবিবার ভোরেও উদ্ধার কাজ ঠিক মতো শুরু না হওয়ায় ক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় নৌকায় ৷ শান্তিপুর ঘাটে পুলিশ জনতাকে সামাল দিতে এলে তাদের লক্ষ্য করে ছিল ইট ছোঁড়ে জনতা ৷ ইটের আঘাতে শান্তিপুর থানার ASI-এর মাথা ফেটে যায় ৷ রানাঘাটের SDPO ও নদিয়ার অতিরিক্ত SP-কে ঘিরেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা ৷ উত্তেজক পরিস্থিতি সামাল দিতে ফেরিঘাটে নামানো হল র‍্যাফ ৷

    শনিবার রাতে কালনা থেকে শান্তিপুর যাওয়ার পথে মাঝ গঙ্গায় নৌকা উল্টে যাত্রীরা জলে পড়ে যান ৷ এই দুর্ঘটনার ফলে বন্ধ শান্তিপুর-কালনা ফেরি চলাচল ৷

    উদ্ধারকাজ খতিয়ে দেখতে এদিন সকালে কালনা ফেরিঘাটে পৌঁছান রানাঘাটের SDPO ইন্দ্রজিৎ বসু, নদিয়ার অতিরিক্ত SP অজয় প্রসাদ ৷ তাদের সামনে পেয়ে নিখোঁজ যাত্রীদের আত্মীয়রা ক্ষোভে ফেটে পড়েন ৷ ডুবে যাওয়া যাত্রীদের খোঁজ পেতে গঙ্গায় উদ্ধারকাজে নামানো হয়েছে ডুবুরি৷

    kalna boat accident driver

    স্থানীয় সূত্রে খবর, শনিবার কালনার ভবা পাগলার মেলা উপলক্ষে বহু মানুষ কালনায় আসেন ৷ রাতে ঘাট পেরিয়ে শান্তিপুর যাওয়ার জন্য একটি নৌকায় ওঠেন প্রায় ৭০ জন মানুষ ৷ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়ায় মাঝ গঙ্গায় উল্টে যায় নৌকাটি ৷ স্থানীয় মানুষের তৎপরতায় প্রায় ৫০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও প্রায় ১০-১২ জন যাত্রী নিখোঁজ ৷ যদিও এই দাবি অস্বীকার করে পুলিশ জানিয়েছে, আর চার থেকে পাঁচজনকে উদ্ধার করা বাকি ৷ রাতের অন্ধকারে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া সম্ভব হয় না ৷ কিন্তু ভোরের আলো ফোটার পরও প্রশাসনের তরফে উদ্ধারকাজে কোনও গতি না থাকায় ক্ষোভ বাড়ে জনতার ৷ নিখোঁজ যাত্রীরা বেশিরভাগই শান্তিপুরের বাসিন্দা ৷

    First published:

    Tags: Agitation, Boat Accident, Boat Drowned, Kalna, Nadia, Rescue Programme, কালনা, নৌকাডুবি