#নদিয়া: স্কুলে গরহাজির। মেরে দশম শ্রেণির ছাত্রের কান ফাটালেন প্রধান শিক্ষক। বুধবারের ঘটনার পর নদিয়ার রানাঘাটের নাসরা বয়েজ স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
অপুষ্টি জনিত সমস্যায় ভুগছিল। তাই মাস খানেক স্কুলমুখো হতে পারেনি নদিয়ার রানাঘাটের নাসরা বয়েজ স্কুলের দশম শ্রেণির ছাত্র প্রদীপ মণ্ডল। বুধবার বাংলা ও অঙ্কের ইউনিটে টেস্টে বসতে গিয়েই সমস্যার সূত্রপাত। অভিযোগ দীর্ঘদিন স্কুলে অনুপস্থিতির কথা জানতে পেরে প্রদীপকে পরীক্ষা হল থেকে বের করে দেন প্রধান শিক্ষক। প্রদীপ পরীক্ষা দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে। এরপরেই প্রধান শিক্ষক তাকে কান ধরে টেনে নিয়ে যান। থাপ্পড়ও মারেন। থাপ্পড় মারতেই প্রদীপের কান থেকে রক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Head Master, Nadia, Student