#হাবড়া: হাবড়ার একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা তুলে নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাই করতে গিয়ে ধরা পরে গেল এক ডাকাত।
গণপিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিল জনতা। অশোকনগরের বনবনিয়া সুকান্ত পল্লীর ঘটনা। আজ, বুধবার সকাল ১০টা নাগাদ হাবড়ার একটি ব্যাঙ্ক থেকে ২লাখ ৭০ হাজার টাকা তোলেন নগরুখরা হারিপাড়ার দুধ ব্যবসায়ী তপন ঘোষ। মোটর সাইকেল করে বাড়ি ফেরার পথে হাবড়া-নগড়উখরা রোডের বনবনিয়াতে অন্য একটা মোটর বাইকে আসে ৩ দুষ্কৃতী।
আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকার ব্যাগ কেড়ে নেয় তারা। ব্যবসায়ীর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় এক ব্যবসায়ী ও এলাকার যুবকরা। বাঁশ দিয়ে দুষ্কৃতীদের বাইকে মারে তারা। বাইক নিয়ে পড়ে যায় তিনজন। দু’জন বাইক ফেলে পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে গণপিটুনি দেয় জনতা। তার কাছ থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার হয়। আশঙ্কাজনক অবস্থায় রাস্তায় পরে ছিল ওই দুষ্কৃতী। পরে অশোকনগর থানার পুলিশ এসে সংজ্ঞাহীন যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Dacoity, Habra