• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • মোবাইলে গান শোনা নিয়ে ভাইয়ের সঙ্গে বচসা, আত্মঘাতী দিদি

মোবাইলে গান শোনা নিয়ে ভাইয়ের সঙ্গে বচসা, আত্মঘাতী দিদি

Representational Image

Representational Image

মোবাইলে গান শোনা নিয়ে ভাইয়ের সঙ্গে বচসা, আত্মঘাতী দিদি

 • Share this:

  #বারুইপুর :- মোবাইল ফোন নিয়ে ভাইয়ের উপর অভিমান করে আত্মহত্যা করল এক কলেজ ছাত্রী । ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার বৈদ্যপাড়ায় । রবিবার সকালে বাবা মায়ের অনুপস্থিতিতে বাড়ীতে মোবাইল ফোনে হেড ফোন দিয়ে গান শোনা নিয়ে দুই ভাই-বোনের মধ্যে চুড়ান্ত অশান্তি হয় ।

  ভাই সৌমিত্র রায় স্থানীয় রামনগর স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী এবং দিদি -অপর্ণা রায় বারুইপুর কলেজের বি.এ দ্বিতীয় বর্ষের ছাত্রী । দু’জনের দীর্ঘক্ষণ বচসার পর বাড়ীর দুটি ঘরে দু’জনে ঢুকে যায় ৷ এরপর সকাল সাড়ে আটটা নাগাদ অপর্ণা রায়ের নিজের ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত দেহ দেখতে পায় বাড়ীর লোক । বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷

  গত বৃহস্পতিবার বিকেলে ধূপগুড়িতেও ঘটে এরকমই আরেকটি ঘটনা ৷ কার্টুন চ্যানেল দেখা নিয়ে দিদি আর ভাইয়ের বচসার জেরে বিষ খেয়ে আত্মহত্যা করে দিদি ৷

  গত বৃহস্পতিবার বিকেলে নবম শ্রেণীর ছাত্রী জামিনা পারভিন স্কুল থেকে ফিরে দেখে ভাই রুবেল হুসেন ( ক্লাস ফোর) টিভিতে কার্টুন দেখছে। ভাই এর কাছ থেকে রিমোট নিয়ে অন্য চ্যানেল দেখতে চায়। ভাই রিমোট দিতে না চাওয়ায় বচসা শুরু। পরে মারামারি। বাবা মা চলে যাওয়ার পর অভিমানি জামিনা বাড়িতে রাখা কীটনাশক খায়।

  First published: