Home /News /south-bengal /
মহিলা পুলিশের প্রেমের ফাঁদে চার দুষ্কৃতি ! গোলাপ নিয়ে দেখা করতে এসে কী হল দেখুন !

মহিলা পুলিশের প্রেমের ফাঁদে চার দুষ্কৃতি ! গোলাপ নিয়ে দেখা করতে এসে কী হল দেখুন !

গোলাপ আর ক্যাডবরি নিয়ে দেখা করতে এসে গ্রেফতার চার দুষ্কৃতি !

 • Share this:

  #জগদ্দল: মহিলা পুলিশের প্রেমের ফাদে আন্তঃ-রাজ্য বাইক ও মাদক পাচার কারি ৷ গোলাপ আর ক্যাডবরি নিয়ে দেখা করতে এসে গ্রেফতার চার দুষ্কৃতি !

  লেডি কনস্টেবলের প্রেমের ফাদে পড়ে গ্রেফতার আন্তঃ রাজ্য বাইক ও মাদক পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত চার দুষ্কৃতি। এই চার জনের নাম,আনন্দ মন্ডল, শহিদ আহমেদ, অজগর আলি এবং আকাশ লাহিড়ি।

  vlcsnap-2017-07-05-14h40m43s208 copy

  ব্যারাকপুর পুলিশ কমিশনারেট-এর পুলিশদের এতদিন ঘুম ছুটিয়ে দিয়েছিল এরা। দু’দিনের প্রেমের অভিনয় করে জগদ্দল থানার পুলিশ এই চার জন-কে ৪৪ কেজি গাজা সমেত গ্রেফতার করে। আনন্দ মন্ডল-কে প্রথমে এক মহিলা কনস্টেবল ফোনে প্রেমের অফার দেয়,সেই ফাঁদে পা দেয় মূল শাগরেদ আনন্দ মন্ডল। এরপরে ওই মহিলা কনস্টেবলের সঙ্গে আনন্দ মন্ডল তার শাগরেদ-দের নিয়ে, কল্যানি এক্সপ্রেসওয়ে-তে গোলাপ আর ক্যাডবেরি নিয়ে দেখা করতে এলে সেখানে ওতপেতে থাকা জগদ্দল থানার পুলিশ ওই চার জন-কে তখন হাতেনাতে গ্রেফতার করে।

  vlcsnap-2017-07-05-14h41m12s214

  First published:

  Tags: Barrackpore Police, Lady Constable, জগদ্দল

  পরবর্তী খবর