Home /News /south-bengal /

এগরায় নির্মীয়মান হাসপাতালে ভয়াবহ আগুন, ছড়াল তীব্র আতঙ্ক

এগরায় নির্মীয়মান হাসপাতালে ভয়াবহ আগুন, ছড়াল তীব্র আতঙ্ক

ফের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফিরে এল আতঙ্কের স্মৃতি ৷ সোমবার সকালে আগুন লেগে যায় পূর্ব মেদিনীপুরের এগরায় নির্মীয়মাণ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #পূর্ব মেদিনীপুর: ফের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফিরে এল আতঙ্কের স্মৃতি ৷ সোমবার সকালে আগুন লেগে যায় পূর্ব মেদিনীপুরের এগরায় নির্মীয়মাণ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ৷ মুহূর্তের মধ্যে রোগীদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক ৷

  বেলা সাড়ে এগারোটা নাগাদ হাসপাতালের অষ্টম তলায় আগুন দেখে দমকলে খবর দেন নিরাপত্তারক্ষীরা ৷ দ্রুত নীচের তলায় ছড়িয়ে পড়তে থাকে আগুন ৷ গোটা হাসপাতাল ভরে যায় কালো ধোঁয়ায় ৷ হাসপাতালটি নির্মীয়মান হলেও নীচের তলায় চলছিল আউটডোর ৷ ভয়ে হাসপাতাল ছেড়ে পালানোর জন্য রোগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ খালি করে দেওয়া হয় হাসপাতাল ৷

  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ৷ কিন্তু জলের অভাবে আগুন নেভাতে সমস্যায় পড়েন দমকলকর্মীরা ৷ স্থানীয়দের সাহায্যে আগুন নেভায় দমকল ৷ ঘটনায় কারোর জখম হওয়ার ঘটনা না ঘটলেও হাসপাতালের অষ্টম তলাটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ প্রাথমিক অনুমান, অষ্টম তলায় স্টোররুমেই শর্টসার্কিট থেকেই আগুন লাগে ৷ সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে  গোটা  আটতলায় ৷ আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে সমস্ত দামী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ৷

  হাসপাতালে কোনও রোগী ভর্তি না থাকায় এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা ৷ চলতি মাসের ১৭ তারিখ এভাবেই ভুবনেশ্বরে এক বেসরকারি হাসপাতালে আগুন লেগে পুড়ে মৃত্যু হয় ১৯ জনের ৷ আহতের সংখ্যা ছিল ১০০-এরও বেশি ৷

  গত ২৭ অগাস্ট সকালে আচমকাই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ আগুন লাগে হাসপাতালের দোতলার ভিআইপি কেবিনে। আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল হাসপাতালের এক সহায়িকার ও এক রোগীর আত্মীয়ের। মৃত্যু হয়েছে এক সদ্যজাতেরও পাশাপাশি আগুনের প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে ৫০টিরও বেশি শিশু।

  First published:

  Tags: Egra, Egra Hospital Fire, Fire Breaks Out at hospital, Hospital fire

  পরবর্তী খবর