#দক্ষিণ ২৪ পরগণা: মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা । নক্করজনক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার জীবনতলায় । মেয়ের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত শেখ হেদাইতুল্লা ওরফে বাবলু শেখকে গ্রেফতার করে পুলিশ। বাবার অত্যাচার দিনের পর দিন সহ্য করতে না পেরে মঙ্গলবার সন্ধায় গ্রামের প্রতিবেশীদের কাছে বিষয়টি জানায় নির্যাতিতা কিশোরী। এরপর প্রতিবেশীরাই তাকে থানায় নিয়ে গিয়ে FIR দায়ের করেছে । সেই অভিযোগের ভিত্তিতেই নির্যাতিতার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, প্রায় মাস তিনেক ধরে ১৪ বছরের ওই কিশোরীকে প্রতিদিন জোর করে ধর্ষণ করত তার নিজের বাবা। এই বিষয়ে কিশোরীর মা বা পরিবারের অন্যরা প্রতিবাদ করলেও তাতে কর্ণপাত করেনি অভিযুক্ত। শুধু তাই নয় এই বিষয়ে যাতে কারোর কাছে তারা মুখ না খোলে তার জন্য তাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বাবলু শেখ ৷ কিছুদিন বাদে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি লুকিয়ে রাখা আর সম্ভব হয়নি । কিশোরীর দাদা বাবার এই অত্যাচারের প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। মেয়ের উপর অত্যাচারের প্রতিবাদ করায় স্বামীর হাতে মার খান স্ত্রীও। ধৃতকে বুধবার আলিপুর আদালতে তোলা হবে। অন্যদিকে নির্যাতিতা কিশোরীকে তুলে দেওয়া হয়েছে চাইল্ড হোমের হাতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Crime Against Minor, Father Accused Of Raping Daughter, Father Arrested For Raping Daughter, Rape