#ডানকুনি: তল্লাশি চালিয়ে নকল ওষুধ ও ওষুধের সরঞ্জাম বাজেয়াপ্ত করল ডানকুনি থানার পুলিশ।
ডানকুনির দিল্লি রোড চৌমাথা এলাকা থেকে একটি গাড়ি আটক করে পুলিশ। তা থেকে উদ্ধার হয় ৮ পেটি ওষুধ।যাতে ৪৮ টি করে ওষুধের বোতল রয়েছে।এছাড়া ৪০০০টি স্টিকার,জারে ১০০০ লিটার লিকুইড ওষুধও পাওয়া গিয়েছে।
দেবীপ্রসাদ রায় নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডানকুনি থানায় জাল ওষুধ বিক্রি নিয়ে অভিযোগ জানানো হয় ৷ অ্যালকেম ও ফ্রিজার নামে দুটি ওষুধ সংস্থার ওষুধ জাল করে বাজারে বিক্রি হচ্ছিল বলে খবর।ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dankuni, Fake Medicine