#উত্তর ২৪ পরগণা: মধ্যমগ্রামে শ্বশুরকে খুন করে আত্মঘাতী জামাই। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই কাণ্ডে নয়া মোড়। প্রিয়াঙ্কার লাইফস্টাইল, বিবাহ-বর্হিভূত সম্পর্কের সন্দেহে জের, সব কিছুর জন্যই এখন প্রিয়াঙ্কাকে কাঠগড়ায় তুলছেন প্রতিবেশীরা। বিবাহ বহির্ভুত সম্পর্কে উঠে আসছে কৌস্তভ নামে এক যুবকের নাম। চাঞ্চল্যকর স্বীকারোক্তি করছেন প্রিয়াঙ্কাও।
বৃহস্পতিবারই জানা গিয়েছিল, প্রিয়াঙ্কার বিবাহ বহির্ভুত সম্পর্কের কথা। শুক্রবার প্রতিবেশীরা প্রিয়াঙ্কাকে দেখে কার্যত বিক্ষোভে ফেটে পড়ে জানিয়ে দিলেন সেই সম্পর্কের কথা। এমনকী প্রিয়াঙ্কার জীবনযাপন নিয়েও আপত্তি তোলেন তাঁরা ৷ প্রতিবেশীদের বক্তব্য, প্রিয়াঙ্কা রোজ রোজ ডিস্কে যায়, ড্রিঙ্ক করে বাড়িতে ফেরে ৷ ব্যবহার করে ৩০ হাজারেরও বেশি দামী মোবাইল ৷ অথচ প্রিয়াঙ্কার আয় অতোটাও নয় বলে অভিমত তাঁর পড়শিদের ৷
বাবা ছিলেন পেশায় রাজমিস্ত্রী। একচিলতে ঘরে ভাড়া থাকা। অথচ প্রিয়াঙ্কার জীবনযাত্রা ছিল একেবারে অত্যাধুনিক।
অন্যদিকে প্রিয়াঙ্কার বক্তব্য এই কেসে কৌস্তভ নামে যে ছেলেটির নাম জড়িয়েছে, সে শুধুমাত্র তাঁর বন্ধু ৷ সম্পর্কের অবনতির জন্য স্বামী সুমিতকেই দায়ী করেছেন প্রিয়াঙ্কা ।
জীবনের চাহিদা আর সম্পর্কের টানা-পোড়েনেই এই ঘটনা বলে নিশ্চিত পুলিশও। খুনী নিজেই আত্মঘাতী হয়েছে। তাই আইন অনুসারে পুলিশ এই ঘটনায় ফাইনাল রিপোর্ট দেওয়ার পথে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, Madhyamgram Murder, Son In Law, Son in law Killed Father in Law