#মেদিনীপুর: মন্দারমণি বেড়াতে গিয়ে ইঞ্জিনিয়রের অস্বাভাবিক মৃত্যু ৷ মৃতের নাম শোভন পুরকাইত ৷ দু’দিন আগে শোভন তার এক বন্ধু ও বেশ কয়েকজন বান্ধবীর সঙ্গে মন্দারমণি বেড়াতে যায় ৷ সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ বন্ধুদের দাবি অতিরিক্ত মদ্যপানের ফলে অসুস্থ হয়ে পড়ে শোভন ৷ এরপর মন্দারমণির একটি গ্রামীন হাসপাতেল নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তার শারীরিক অবস্থার কোন উন্নতি না হলে, রবিবার সকালে তার বাড়িতে খবর দেওয়া হয় ৷ শোভনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, এদিন সকালে তার বন্ধুরা ফোন করে শোভনের অসুস্থতার কথা জানায় ৷ মন্দারমণিতে তার কোনও উন্নতি না হওয়ায় চিকিৎসার জন্য তাকে উলুবেড়িয়াতে নিয়ে যাচ্ছে তারা ৷ এমনটাই ফোন করে জানানো হয় শোভনের পরিবারকে ৷ কিন্তু উলুবেড়িয়ে পৌঁছনোর আগেই রাস্তাতেই মারা যায় শোভন বলে দাবি করেন তারা বন্ধুরা ৷ মৃতের পরিবারের তরফে উলুবেড়িয়া থানায় জানানো হলে এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ বাকি বান্ধবীদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানিয়েছে পুলিশ ৷ তবে মৃতের পরিবার উলুবেড়িয়া থানায় খুনের অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ ৷ যেহেতু মন্দারমণি একালাকার ঘটনা তাই সেখানেই অভিযোগ জমা করার কথা বলেছে পুলি ৷ ছেলের মৃত্যুর সঠিক কারণ জানতে মন্দারমণিতে অভিযোগ দায়ের করতে যাবে বলে জানিয়েছে শোভনে পরিবার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Drunk, Engineer Died Under Mysterious Circumstances, Engineer Murder, Engineer Murdered In Mandarmani, ETV News Bangla, Mysterious Death Of Engineer