#বাঁকুড়া: ফের হাতির হানায় মৃত্যু। গঙ্গাজলঘাটির রাদুরবাইদ গ্রামে হাতির হানায় মৃত্যু হয় মলিন্দ মুর্মু নামে এক ব্যক্তির। বুধবার ভোরে গ্রাম থেকে কারখানায় কাজে যাচ্ছিলেন ওই ব্যক্তি। রাস্তার ওপর তিনটি হতির সামনে পড়ে যান ওই ব্যক্তি। পালাতে গেলে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরপর ওই এলাকায় হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটে চলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনাস্থলে বনদফতরের কর্মী ও পুলিশ আধিকারিকরা পৌঁছলে মৃতদেহ নিয়ে আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। পরে এলাকা থেকে হাতি তাড়ানোর আশ্বাস পেলে বিক্ষোভ ওঠে। গঙ্গাজলঘাটি ব্লকে হাতির হানায় একের পর এক মৃত্যুর ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যালে পাঠানো হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura, Elephant Attack, Forest Department, One Dead, Protest