Home /News /south-bengal /
হাতি অাটকাতে এবার বিশেষ ভূমিকা নিচ্ছে বনদফতর

হাতি অাটকাতে এবার বিশেষ ভূমিকা নিচ্ছে বনদফতর

এবার হাতি অাটকাতে বিশেষ ভূমিকা নিচ্ছে বনদফতর। অাজ, শুক্রবার থেকেই এই নিয়ে বিশেষ প্রচার শুরু করছে বনদফতর।

 • Share this:

  #শালবনি: এবার হাতি অাটকাতে বিশেষ ভূমিকা নিচ্ছে বনদফতর। অাজ, শুক্রবার থেকেই এই নিয়ে বিশেষ প্রচার শুরু করছে বনদফতর।

  মাইকে যেমন হাতি-কে উত্তক্ত করতে না বলা হচ্ছে তেমনি ঐরাবত-সহ তিনজন স্টাফকে সব সময় রাখা হচ্ছে। যাতে হাতির গতিবিধি নজর রাখা যায়। এবং প্রয়োজনে হাতিকে সরিয়ে দেওয়া যায়।

  গত ১ মাস আগে শালবনির ৫ নং ৬ নং অঞ্চলে ২৮ টি হাতির দল এসে এলাকাতে তান্ডব চালায়, এবং এলাকার মানুষের বহু ক্ষয়ক্ষতি করে ৷ বহু ফসল নষ্ট করতে থাকে তখন বনদফতর হাতিগুলিকে তাড়িয়ে দেওয়ার পরেও সেখানে আরও ৬টি হাতি স্থায়ীভাবে থেকে যায়, সেই হাতির দিকে আর দৃষ্টিপাত করেননি বনদফতর। সেই ৬ টি হাতি পুনরায় এলাকাতে তান্ডব চালাতে থাকে এবং সমস্যার সম্মুখীন হয় এলাকাবাসী।

  হাতিগুলো আম কাজু নষ্ট করার ফলে এলাকার মানুষ এর অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে এবং বহু মানুষ হাতির কবলে পড়ে আহত হচ্ছে,বনদফতর-কে জানিয়েও কোনও সুরাহা হচ্ছিল না। এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাতে থাকে। এরপরেই বনদফতরের তরফ থেকে হাতি তাড়াতে প্রস্তুতি নেয়। অাজ থেকে শুরু হয় মাইকে প্রচার ও হাতি তাড়ানোর ব্যবস্থা। এই ঘটনার পর শান্তিতে জীবন-যাপন করার আশা রাখলেও কতটা কার্যকরী হবে তা নিয়ে অাশঙ্কায় অাছেন গ্রামবাসীরা।

  First published:

  Tags: Elephant, Forest Department

  পরবর্তী খবর