আগামীকালই লিগ শেষ করতে চায় ইস্টবেঙ্গল

এক পক্ষের টার্গেট সাতে-সাত। অন্য জনের কাছে রানার্স হওয়া সম্মানজনক। এই পরিস্থিতিতে কাল, বৃহস্পতিবার কল্যাণীতে মিনি ডার্বি।

  • Last Updated :
  • Share this:

    #কল্যাণী: এক পক্ষের টার্গেট সাতে-সাত। অন্য জনের কাছে রানার্স হওয়া সম্মানজনক। এই পরিস্থিতিতে কাল, বৃহস্পতিবার কল্যাণীতে মিনি ডার্বি। প্রতিপক্ষ ইস্টবেঙ্গল-মহমেডান স্পোর্টিং। শুভকাজটা কালই শেষ করতে চায় লাল-হলুদ।

    মর্গ্যান ফিরে যাননি। হাওড়া স্টেডিয়ামে মিনি ডার্বির আগে ইস্টবেঙ্গলের প্রস্তুতি দেখলে তা স্পষ্ট মনে হতে পারে। সেই একই ছক। অস্ট্রেলিয়া ফেরার আগে যে ভাবে লাল-হলুদকে তৈরি করেছিলেন, ঠিক সে ভাবেই আগলে রেখেছেন তাঁর সহকারি রিচার্ড ড্রাইডেন। তাই, মহমেডান ম্যাচের আগে দলও গড়া হয়েছে মর্গ্যানের মতে। সম্ভাব্য একাদশে গোলে দীব্যেন্দু, চার ব্যাক সামাদ, অর্ণব, অ্যাঙ্গাস ও নারায়ণ। মাঝমাঠে রাহুল বেকের সঙ্গে মেহেতাব, রফিক এবং ডিকা। সামনে সেই ডং এবং জিতেন। মাঠে নামার আগে ডিফেন্সের কাছে একটাই বার্তা- মনভীর এবং ডোডসকে ফাঁকা রাখা চলবে না।

    হাওড়া থেকে ময়দান। ইস্টবেঙ্গলকে রুখতে ছক তৈরি মৃদুলের। মিনি ডার্বির কাছে ফুটবলারদের কাছে একটাই বার্তা, এটা তাঁদের ম্যাচ। তাই দায়িত্ব তাঁদের। জিতলে রানার্স হওয়ার সম্ভবনা। সেটাই সম্মানজনক।

    এক বুধবার ডার্বি দেখতে পায়নি কল্যাণী। কিন্তু আর এক বৃহস্পতিবার মিনি ডার্বির অপেক্ষায় জেলার এই শহর। প্রস্তুতি সম্পন্ন। অপেক্ষা বৃত্ত পূর্ণের। অপেক্ষা ইতিহাসের লিগে ইস্টবেঙ্গলের সাতে-সাতের নজিরের। যা চাইছে লাল-হলুদ।

    First published:

    Tags: CFL, East Bengal, ETV News Bangla, Kalyani Stadium, Kolkata Football League, ইস্টবেঙ্গল