সাতে সাতের অপেক্ষায় লাল-হলুদ

ছবি সৌজন্যে: ইস্টবেঙ্গল

ছবি সৌজন্যে: ইস্টবেঙ্গল

বারাসতে মহমেডান আটকে যেতেই, মোটের উপর উৎসব শুরু লাল-হলুদে।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: বারাসতে মহমেডান আটকে যেতেই, মোটের উপর উৎসব শুরু লাল-হলুদে। কারণ, ইতিহাসের লিগে ইতিহাস তৈরি এখন স্রেফ সময়ের অপেক্ষা।সাতে সাত যেন এখন স্রেফ সময়ের অপেক্ষা। কলকাতা লিগ পা বাড়িয়েই রয়েছে লাল-হলুদ তাঁবুর দিকে। ইউনাইটেডের বিরুদ্ধে মহমেডান আটকে যাওয়ার পর লিগ জয় আরও সুনিশ্চিত হয়েছে মেহতাবদের। হাতে রয়েছে আরও দুটি ম্যাচ। যার একটি প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। অন্যটি এরিয়ান। এরমধ্যে গত বুধবারের ওয়াকওভার ডার্বির দিকেও তাকিয়ে লাল-হলুদের কর্তারা। এই ম্যাচ থেকে ঠিক কত পয়েন্ট তাঁরা পাচ্ছেন, তা আর কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেবে লিগ-সাবকমিটি। তার আগেই অবশ্য পুজোর উৎসব শুরু হয়ে গিয়েছে অর্ণব, রুইদাসদের মনে। যদিও ইদের কারণে ১১ সেপ্টেম্বর মহমেডানের বিরুদ্ধে মিনি ডার্বিতে আপত্তি জানিয়েছে প্রশাসন। প্রাইভেট সিকিউরিটি দিয়ে ম্যাচ করানোর প্রস্তাবেও সায় নেই জেলা পুলিশের। তাই পরিবর্ত সূচির অপেক্ষায় এখন ইস্টবেঙ্গল।

    চমকপ্রদ অবস্থায় তাই  দাঁড়িয়ে কলকাতা লিগ খেতাবের মুকুট।ডার্বি না খেলার জন্য তিন পয়েন্ট আগেই কাটা গিয়েছিল ৷ এবার আইএফএ-র লিগ সাব কমিটি যদি ডার্বি না খেলার জন্য মোহনবাগানের অতিরিক্ত দু’পয়েন্ট কেটে নিলেই চ্যাম্পিয়ন হয়ে যাবেন মেহতাব-ডংরা। বৃহস্পতিবার মহমেডান পয়েন্ট নষ্ট করায় আপাতত খেতাবের অঙ্ক এখানেই দাঁড়িয়ে।

    First published:

    Tags: CFL, Championship, East Bengal, Kolkata Football League, ইস্টবেঙ্গল