#দুর্গাপুর: ওসি বদলের দাবিতে বিক্ষোভে উত্তাল হল দুর্গাপুর ৷ রবিবার দুর্গাপুর থানার সামনে বিক্ষোভ দেখায় বাম ও কংগ্রেস ৷ দুর্গাপুরের ওসি সুজিত মুখোপাধ্যায়কে বদলের দাবি তুলল বাম ও কংগ্রেস সমর্থকেরা ৷
দুর্গাপুরের ওসি সুজিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন বাম ও কংগ্রেস ৷ তাদের অভিযোগ, ওসি নিরপেক্ষভাবে নিজের দায়িত্ব পালন করেন না ৷ নির্বাচন কমিশনের কাছেও ওসি সুজিত মুখোপাধ্যায়ের নামে অভিযোগ জানিয়েছেন বিক্ষুব্ধ জোট কর্মী-সমর্থকেরা ৷ এদিন পুলিশ আধাকিরকদের এই মর্মে স্মারক লিপি দেন বাম-কংগ্রেসের প্রতিনিধিরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agitation, Congress, Left Front, West Bengal Assembly Election 2016, West Bengal Assembly Elections 2016