#বীরভূম: বীরভূমের মহম্মদবাজারে দুই বোনের খুনের ঘটনায় মা অর্পিতা সাধুকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে রবিবার আদালতে তোলা হলে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
খুনের ঘটনায় প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিলেন নিহত দুই বোনের মা ৷ তাঁকে আগেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও এদিন তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয় অর্পিতা সাধুকে ৷
গত ১৬ জুন সন্ধেয় মহম্মদবাজারে নিজেদের বাড়িতেই খুন হন ১৬ বছরের সুস্মিতা সাধু ও তাঁর বোন ষষ্ঠ শ্রেণির ছাত্রী পুষ্পিতা সাধু ৷ তদন্তে নেমে ঘটনার দিনই নিহত দুই মেয়ের মায়ের বয়ানের ভিত্তিতে নিহতদের কাকা, কাকিমা, ঠাকুমা, খুড়তুতো দাদা, গৃহশিক্ষক ও সুস্মিতার প্রণয়প্রার্থী এক স্থানীয় যুবক রাহুল বাগদিকে গ্রেফতার করে পুলিশ ৷
এরপর তদন্ত যত এগিয়েছে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷ মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন, সম্পত্তির লোভের মতো বিভিন্ন তথ্য ৷ ঘটনার পরদিন সন্দেহের ভিত্তিতে আটক করা হয় সুস্মিতা ও পুষ্পিতার মা অপর্ণা সাধুকে।
কী ছিল খুনের আসল মোটিভ ?একাধিক সন্দেহভাজনকে জেরা করে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে পুলিশ ৷ তবে গত রবিবার ২ বোনের মামাকে জেরা করার পর জোড়া খুনের রহস্যের জট খুলতে সফল হয় পুলিশ ৷
রবিবার গভীর রাতে মামা রামপ্রসাদ সাহাকে আটক করে পুলিশ ৷ জেরায় ধৃত রামপ্রসাদ স্বীকার করে, বড় বোনের নিম্নবর্ণের একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল ৷ সে বিষয়ে আপত্তি জানালে সুস্মিতা তার মায়ের বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে ৷ এরপর মা ও মেয়ের দু’জনের মধ্যে বচসা শুরু হয় ৷ ঝগড়া বাড়তে থাকাই রাগের মাথায় সুস্মিতাকে বঁটি দিয়ে কুপিয়ে খুন করে মামা ৷ ঘটনাটি ছোট বোন দেখে ফেলায় তাকেও খুন করা হয়েছে ৷
এদি তথ্যগোপনের অভিযোগে সুস্মিতা ও পুষ্পিতার মা অপর্ণা সাধুকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, নিজের মেয়েদের খুনি কে তা জেনেও তথ্যগোপন করে ছিলেন অপর্ণা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Double Murder, Mohammad Bazar Murder, Mother arrested on Daughters murder Case, Two Sisters Murdered