#বহরমপুর: মুখ্যমন্ত্রীর সফরের চব্বিশ ঘণ্টা আগে, অধীর গড়ে থমকে থাকা কাজের জন্য ৫ হাজার কোটি টাকা বরাত ঘোষণা করল রাজ্য। নানা অছিলায় মুর্শিদাবাদে থমকে রয়েছে একশো দিনের কাজ, নির্মল বাংলা সহ ১৭টি প্রকল্প। পুজোর পরই ফের শুরু হবে থেমে থাকা প্রকল্পগুলি। জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
দলবদলের জেরে ঘর সামলানো কঠিন অধীরের। মুর্শিদাবাদ জেলা পরিষদ তো বটেই, হাতছাড়া বহরমপুর পুরসভাও। এমন টানাপোড়েনে বন্ধ জেলার অন্তত সতেরোটি বুনিয়াদি প্রকল্প। থমকে মুর্শিদাবাদের প্রকল্প
মুর্শিদাবাদ জেলায় ভালো হয়নি ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, নির্মল বাংলা, গীতাঞ্জলি আবাসন, সর্বশিক্ষা অভিযান সহ ১৭টি প্রকল্পে। নানা প্রকল্পে রাজ্য সারা দেশের প্রশংসা কুড়োলেও আশানুরূপ ফল মেলেনি মুর্শিদাবাদ জেলায়।
এমন পরিস্থিতিতেই সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভাও রয়েছে তাঁর। জেলা দখলের পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর তাৎপর্যপূর্ণ। খামতি ঢাকতে ইতিমধ্যেই উন্নয়নের রূপরেখা স্থির করেছে রাজ্য। পুজোর পর থেকেই শুরু হবে থমকে থাকা প্রকল্পগুলি। বরাদ্দ হয়েছে ৫ হাজার কোটি টাকা। কিন্তু, কেন থমকে ছিল প্রকল্পগুলি?
পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, ‘রাজনৈতিক দূরত্বে বহু ক্ষেত্রেই থমকে ছিল উন্নয়ন ৷ জেলা পরিষদের অসহযোগিতায় থমকে ছিল বহু প্রকল্প ৷ বৈঠকে থাকত না বিরোধী জেলা পরিষদ ৷ এবার এই সমস্যা মেটায় জেলাজুড়ে হবে উন্নয়ন ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baharampur, Development, TMC