#কলকাতা: আজ ফিট সার্টিফিকেট পেতে পারে কল্যাণী। জেলা পুলিশের নেতৃত্বে রবিবার মাঠ ঘুরে দেখেন পূর্ত দফতরের কর্তারা। স্টেডিয়াম অধিকর্তা নীলিমেশ রায়চৌধুরীর দাবি, ম্যাচ করতে তাঁরা তৈরি।
কল্যাণী কি ফিট ? বাগানের এই প্রশ্নে ডার্বি ঘিরে জটিলতা বেড়েছে। সেই জট ছাড়াতে শনিবার মাঠে যান নদিয়ার পুলিশ সুপার সিশরাম ঝাজোরিয়া। সাময়িক পরিদর্শনের পরেই রবিবার তিনি বৈঠক ডেকেছিলেন। সেইমতো এদিন কল্যাণী পুলিশ সুপারের ডাকা বৈঠকে হাজির ছিলেন পূর্ত কর্তারা। ছিলেন স্টেডিয়ামের কর্তারাও। তার আগে এদিন মাঠ ঘুরে দেখেন পূর্ত অফিসাররা। খতিয়ে দেখেন অস্থায়ী গ্যালারির অবস্থা। মোটামুটি যা ইঙ্গিত, তাতে সোমবার বিকেলের মধ্যেই কল্যাণীর এই মাঠে ডার্বি হবে কি না, তা স্পষ্ট হয়ে যাবে। কারণ এই ব্যাপারে রিপোর্ট দেবে পূর্ত দফতর। তবে স্টেডিয়াম অধিকর্তা নীলিমেশ রায়চৌধুরীর দাবি, ৭ তারিখ ডার্বির জন্য প্রস্তুত তাঁরা।
সোমবার মাঠ দেখতে যাওয়ার কথা আইএফএ কর্তাদের। আগে ঠিক ছিল ৫ তারিখই কল্যাণী চলে যাবে মোহনবাগান। ক্লাব সূত্রে দাবি, সেই সফর আপাতত স্থগিত।
নাটক ডার্বি-ভবিষ্যৎ ঘিরে। নাটক ডার্বি-চরিত্র নিয়েও। যেমন দীপেন কর্মকার নামের সংশ্লিষ্ট সমর্থক। দিন দু’য়েক আগে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মোহন-কর্তাদের যিনি অশালীন ভাষায় আক্রমণ করে কুখ্যাত ১৬-ই অগস্ট ফেরানোর হুমকি দিয়েছিলেন, তাঁকে শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। তবে তাঁকে জামিনে গভীর রাতে ছেড়েও দেওয়া হয়। মুক্তি পেয়ে যিনি দু’রকম বক্তব্য রাখলেন। পুলিশ সূত্র মারফত জানা গেল, পুলিশকে তিনি বলেছেন যে তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তিনি নন, ওই বিতর্কিত পোস্ট করেছে অন্য কেউ। এটাও শোনা গেল বলেছেন যে, অপরাধ যখন করেননি তখন ডার্বিতে যাবেন। কিন্তু পরে মিডিয়ার সামনে তিনি বলেন, ‘‘আমি অন্যায় করেছি। ক্ষমা চাইছি। ডার্বি দেখতে আমি যাব না। প্লিজ, আমাকে আপনারা ছেড়ে দিন। আমারও একটা কেরিয়ার আছে।’’ যা খবর, দীপেনকে আগামী দু’তিন দিনের মধ্যে ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে। তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CFL, Derby match, East Bengal, Fit Certificate, Kalyani Stadium, Kolkata Football League, Mohun Bagan