#আসানসোল: দুদিন নিখোঁজ থাকার পর,বস্তাবন্দি দেহ উদ্ধার হল প্রথম শ্রেণির এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর এলাকার রাধাবল্লভপুর গ্রামে। ছাত্রীর পরিবারের দাবি, সোমবার স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় রিয়া কুমারি নামে ওই ছাত্রী। বুধবার ওই এলাকার একটি পরিত্যাক্ত বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে সালানপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে বস্তাবন্দি দেহ উদ্ধার করে ছাত্রীর। ছাত্রীর পরিবারের তরফে নির্দিষ্ট কারোর বিরুদ্ধে এখনও অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ওই বাড়িটি দু-বছর ধরে তালাবন্ধি অবস্থায় ছিল। বাড়ির মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
সূত্রের খবর, প্রথম শ্রেণির ওই ছাত্রী মামার বাড়িতে থাকত ৷ কর্মসূত্রে মেয়েটির বাবা বিহারে থাকেন ৷ রোজকার মতো সোমবার স্কুলে গিয়েছিল মেয়েটি ৷ কিন্তু আর বাড়ি ফেরেনি সে ৷ স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় রিয়া। দু’দিন পর তার বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিশ ৷
ঘটনায় এখনও পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ যে বাড়ি থেকে মেয়েটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেই বাড়ির মালিক কে তা জানে না প্রতিবেশীরা ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ঘটনায় স্থানীয় দুষ্কৃতির হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, Bengali News, Dead body, Dead Body Of Class One Student Recovered, ETV News Bangla, Police, বস্তাবন্দি ছাত্রীর দেহ উদ্ধার