#মেদিনীপুর: ফের আক্রন্ত সিপিএম কর্মী ৷ খেজুরিতে ৩ সিপিএম কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুঠপাট চালানোর অভিযোগ উঠেছে ৷ লুঠপাট চালানোর পাশাপাশি সিপিএম কর্মীদের পরিবারের সদস্যদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ ৷
খেজুরির ছোট গোরানিয়ারের ঘটনা ৷ অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ আক্রান্ত সিপিএম কর্মীদের পরিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে ৷ তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল ৷
ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা ৷ চলছে সংঘর্ষ, ভাঙচুর, বোমাবজি ৷ শাসক বিরোধীদের সংঘর্ষে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন এলাকা ৷ কোথাও সিপিএের কার্যালয় ভাঙচুর তো কোথাও আক্রান্ত তৃণমূলকর্মী । ভোটের ফল বেরনোর পরই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে রাজনৈতিক হিংসা।
মঙ্গলবার রাজ্যে ভোট পরবর্তী অশান্তি রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ৷ চিঠিতে রাজনৈতিক সন্ত্রাস রুখতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন রাজ্যপাল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Polls, Cpim, TMC, Violence, West Bengal Asembly Election 2016