Home /News /south-bengal /
সিঙ্গুরে রবীনের ‘ন্যানো’ প্রচার

সিঙ্গুরে রবীনের ‘ন্যানো’ প্রচার

একদিন এই ভূমিতেই জন্মানোর কথা ছিল তার ৷ কিন্তু জন্মের আগেই বিতারিত ৷ এরপর বাধ্য হয়ে গুজরাতে পাড়ি দিয়ে নতুন আশ্রয়ে তার বেড়ে ওঠা ৷ আট বছর বাদে সেই সিঙ্গুরের ভূমিতেই ‘ন্যানো’-র পদার্পণ ৷ বৃহস্পতিবার ন্যানোতে চেপেই প্রচার শুরু করলেন সিঙ্গুরের সিপিআইএম প্রার্থী রবীন দেব ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #সিঙ্গুর: একদিন এই ভূমিতেই জন্মানোর কথা ছিল তার ৷ কিন্তু জন্মের আগেই বিতারিত ৷ এরপর বাধ্য হয়ে গুজরাতে পাড়ি দিয়ে নতুন আশ্রয়ে তার বেড়ে ওঠা ৷ আট বছর বাদে সেই সিঙ্গুরের ভূমিতেই ‘ন্যানো’-র পদার্পণ ৷ বৃহস্পতিবার ন্যানোতে চেপেই প্রচার শুরু করলেন সিঙ্গুরের সিপিআইএম প্রার্থী রবীন দেব ৷

    সিঙ্গুর এবং ন্যানো- দুটো একত্রিত হলেই বিতর্ক ৷ নয় বছর আগেই এই সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা গড়া নিয়ে শুরু হয়েছিল তীব্র বিতর্ক ৷ বিতর্ক থেকে আন্দোলন ৷ যে আন্দোলনকে হাতিয়ার করে বিরোধীরা আঘাত হানে ৩৪ বছরের বাম শাসনে ৷ তারপর তো ইতিহাস ৷ কথায় বলে সময়ের ঘড়ি চক্রাকারে চলে ৷ ইতিহাস আবর্তিত হয়ে ফিরে আসে বর্তমানে ৷ সিঙ্গুরের জমি জটকে হাতিয়ার করে ন্যানো নিয়ে প্রতীকী লড়াইয়ে নামলেন রবীন দেব? রবীন দেবের এই কৌশল কতটা কাজে দেবে তা বলবে ভবিষ্যৎ ৷ তবে আপাতত এই ন্যানো-পন্থী প্রচারে অবশ্যই নজর কেড়েছেন সিপিআইএম প্রার্থী রবীন দেব ৷

    First published:

    Tags: Cpim, Election Campaign, Nano Car, Robin Deb, Singur