রাগের মাথায় ASI-কে গুলি করলেন কনস্টেবল

কনস্টেবলের গুলিতে জখম হলেন ASI ৷ কর্তব্যরত অবস্থায় দু’জনের কথা মধ্যে কাটাকাটি হয় ৷

  • Last Updated :
  • Share this:

    #ডানকুনি: কনস্টেবলের গুলিতে জখম হলেন ASI ৷ কর্তব্যরত অবস্থায় দু’জনের কথা মধ্যে কাটাকাটি হয় ৷ রেগে গিয়েই গুলি চালায় কনস্টেবল শত্রুঘ্ন সিং বলে জানা গিয়েছে ৷ গুরুতর জখম অবস্থায় ASI বিধান চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ডানকুনি থানার মাইতিপাড়া এলাকায় পেট্রোলিং কারে ঘটনাটি ঘটেছে ৷

    জানা গিয়েছে, চালকের পাশের আসনে বসেছিলেন ASI ৷ পেট্রোলিং কারে কর্তব্যরত অবস্থায় ছিলেন তারা ৷ সেই সময় দু’জনের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে বচসা শুরু হয় ৷ রাগের মাথায় পিছন থেকে থ্রি নট থ্রি রাইফেল থেকে গুলি চালায় কনস্টেবল শত্রুঘ্ন সিং ৷ গুলির আওয়াজে আশপাশে থাকা বাকি পেট্রোলিং কার থেকে সকলে ছুটে আসে ৷ অভিযুক্তকে গ্রেফতার করে গুলিবিদ্ধ ASIকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করেছে ৷

    ঘটনার তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ ৷ রাগের মাথায় পুরো ঘটনাটি ঘটেছে নাকি এর পিছনে অন্য কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ধৃত শত্রুঘ্নকে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে ৷

    First published:

    Tags: ASI Shot By Constable, Bengali News, Constable Arrested For Firing At ASI, Dankuni