#বারাকপুর: ব্যারাকপুর শিবতলা এলাকায় উত্তম চন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয় এর এক চতুর্থ শ্রেণীর ছাত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। স্কুল থেকে হাসপাতাল নিয়ে যাবার পথেই মারা যায় ছাত্রটি। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্যারাকপুর বি,এন,বোস হাসপাতালে। বিশাল পুলিশ বাহিনি এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কি করে ছাত্রটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। তবে স্কুলের শিক্ষিকারা জানান, ছাত্রটি হঠাৎ মাথা যন্ত্রনা করছে বলে চিৎকার করতে থাকে। এরপরে তাকে প্রথমে একটি বেসরকারি নার্সিংহোম, পরে ব্যারাকপুর বি,এন,বোস হাসপাতালে নিয়ে আসার পথেই মারা যায়। হাসপাতালে যাতে কোন উত্তেজনা না ছড়ায়, তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কি থেকে বাচ্চাটির মৃত্যু হয়েছে, তার তদন্ত করছে টিটাগড় থানার পুলিশ। আগামিকাল বাচ্চাটির দেহ ময়না তদন্তে পাঠাবে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।