আরামবাগে বোমাবাজিতে জখম ১ শিশু

কোথাও সিপিএম কার্যালয় ভাঙচুর। কোথাও আক্রান্ত তৃণমূল নেতা। কোথাও আবার তৃণমূল-সিপিএম সংঘর্ষে আহত কলকাতা পুলিশের এসআই। ভোটের ফল বেরনোর পরই কলকাতাসহ বিভিন্ন জায়গায় ছড়িয়েছে রাজনৈতিক হিংসা। শনিবার সকালে শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #আরামবাগ: কোথাও সিপিএম কার্যালয় ভাঙচুর। কোথাও  আক্রান্ত তৃণমূল নেতা। কোথাও আবার তৃণমূল-সিপিএম সংঘর্ষে আহত কলকাতা পুলিশের এসআই। ভোটের ফল বেরনোর পরই কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ছড়িয়েছে রাজনৈতিক হিংসা। শনিবার সকালে শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ ৷

    এদিন আরামবাগে বেশি কয়েকটি বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ৷ পাঁচটি বাড়িই সিপিএম সমর্থকদের বলে জানা গিয়েছে ৷

    তবে শুধু বাড়ি ভাঙচুর নয় ৷ এদিন সকাল থেকেই দফায় দফায় এলাকায় বোমাবাজি চলে ৷ বোমাবাজিতে জখম হয়েছে একটি শিশু ৷ এবারের ভোটের হিংসা থেকে রেহাই পায়নি শিশুরাও ৷  নির্বাচন চলাকালীনও বেশ কয়েকটি এলাকায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছে শিশুরা ৷

    এছাড়াও বাটানলের দক্ষিণপাড়ায় ১টি ক্লাবেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

    তবে সমস্ত অভিযোগই অস্বীকার করেছে শাসক দল ৷

    First published:

    Tags: Battle For The States, Bengal Polls, Bengali News, Clash Between CPIM And TMC, Election Results, ETV News Bangla, West Bengal Assembly Election 2016, বোমাবাজিতে জখম ১ শিশু