#ডানকুনি: ডানকুনি টোলপ্লাজায় ডিউটি করা সময় ২১জুলাই সমাবেশে যাওয়া বাসের ধাক্কায় গুরুতর আহত এক সিভিক ভলেন্টিয়ার ৷ তাঁর নাম শুভঙ্কর দেবনাথ (২৬) বলে জানিয়েছে পুলিশ।
আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় পিজি হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন ভোর ছ’টা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর গোবরা ক্রসিং-এ তিনি ডিউটি করছিলন। অভিযোগ, সেইসময় ক্রসিং-এ কলকাতামুখী দুটি জনসভার বাস দাঁড়িয়ে ছিল।পিছন থেকে অপর একটি বাস বেপরোয়া গতিতে এসে দাঁড়িয়ে থাকা বাস দুটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে সিভিক ভলেন্টিয়ারকে।
মাথায় চোট পেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন শুভঙ্কর। দ্রুত তাঁকে তুলে কাছের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এরপর কলকাতায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পলাতক। ডানকুনি থানার পুলিশ বাসটিকে আটক করেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Civic volunteer, Dankuni, Injured, ডানকুনি