corona virus btn
corona virus btn
Loading

বোমায় উড়ে গেল শিশুর হাত !

বোমায় উড়ে গেল শিশুর হাত !

আজ সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর রামচন্দ্রখালিতে ৷

  • Share this:

#বাসন্তী:  বোমায় উড়ে গেল এক শিশুর হাত ! আজ সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর রামচন্দ্রখালিতে ৷

এদিন সকালে প্রতিবেশীর বাড়িতে খেলছিল শ্যামসুন্দর দাস ৷ খেলার সময় বোমা ফেটে তাঁর বাঁ-হাত উড়ে যায় ৷ ওই বাড়িতে বোমা মজুত ছিল বলে অভিযোগ ৬ বছরের শ্যামসুন্দরের পরিবারের ৷ আহত শিশুটিকে প্রথমে বাসন্তী হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে নিয়ে আসা হয় ৷ চিকিৎসা চলছে শিশুর ৷

First published: June 12, 2017, 11:40 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर