#কলকাতা: কল্যাণীতে মুগ্ধ মোহনবাগান। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে বড় ম্যাচ খেলতে নামার আগে মাঠ নিয়ে দরাজ সার্টিফিকেট বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তীর। শুক্রবার থেকেই জেলা শহরে অনুশীলন শুরু সবুজ মেরুনের।
প্রথমে ডার্বি না খেলা। তারপর ঘরের মাঠে টালিগঞ্জের কাছে হার। কলকাতা লিগ হাতের অনেক বাইরে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে রবিবার কল্যাণীতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মরসুমের বড় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। এই সেই কল্যাণী যেখানে গত ৭ সেপ্টেম্বর ডার্বি খেলতে অস্বীকার করেছিলেন বাগান কর্তারা। কিন্তু শুক্রবার জেলা শহরের এই মাঠে অনুশীলন করে খুশি বাগান ফুটবলাররা। কোচ শঙ্করলাল চক্রবর্তীর দাবি, জিতেই লিগ শেষ করতে চান।
আট ম্যাচে ১৯ পয়েন্ট। এই পরিস্থিতিতে রবিবার মহমেডান ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তনের আগাম ইঙ্গিত দিচ্ছেন বাগান কোচ। কারণ, আই লিগের আগে দলের আরও জুনিয়র ফুটবলারকে দেখে নিতে চায় মোহনবাগান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CFL, Kalyani Stadium, Kolkata Football League, Mohun Bagan