#বর্ধমান: একে গায়ে জ্বালা পড়ানো গরম ৷ তাপমাত্রার পারদ ৪০ পেরিয়েছে সকাল সকালই ৷ তার উপর ব্রেকফার্স্টের পাতে শক্তিগড়ের গরম ল্যাংচা ! আর চর্চায় ভোট ৷ বর্ধমানের সকাল-বিকেল, বাড়ির বৈঠকখানা হোক কিংবা পাড়ার আড্ডার ঠেক ৷ এই দুই গরমেই আপাতত কাবু গোটা বর্ধমান ৷ অলি-গলি, দেওয়ালে-রাস্তায়, প্যামফ্লেটে প্রচারের ছয়লাপ ৷ অন্যদিকে ভাজা মিষ্টির গন্ধ ৷ আর লুয়ের গরম হাওয়ায় তৃণমূল-বামফ্রন্টের নানা বচসা ! নানা তর্ক বিতর্ক৷ ভোটের হাওয়া বয়ে গিয়েছে বর্ধমানের এদিক-ওদিকে ছড়িয়ে থাকা ল্যাংচা ভবন গুলোতেও ৷ যা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, ইতিমধ্যে পেয়ে গিয়েছে ‘ল্যাংচা তীর্থ’-এর সম্মান ৷ তা এই ভোট বাজারে ভোট নিয়ে কী ভাবছে বর্ধমানের ল্যাংচা জগত, তথা শক্তিগড় !
মোট ৫৬টা ল্যাংচার দোকান রয়েছে বর্ধমান জুড়ে ৷ কোনওটার নাম ‘ল্যাংচা ভবন’, তো কোনওটা ‘ল্যাংচা মহল’, আবার কোনওটা ‘ল্যাংচা প্যালেস’ ৷ প্রত্যক্ষ-পরোক্ষ নির্বিচারে প্রায় মোট ৪০০০ হাজার মানুষ যুক্ত মিষ্টি ব্যবসার সঙ্গে ৷ বছরে নাকি বর্ধমানের ল্যাংচার ব্যবসা প্রায় ১০ কোটি টাকা মুনাফা এনে দেয় ৷ গোটা বছরে বর্ধমান ও বর্ধমানের বাইরে মিলিয়ে প্রায় ১০ লক্ষ অর্ডার আসে এই ৫৬টি দোকানের কাছে ৷ বলা যায়, বর্ধমানের অর্থনৈতিক লেনদেনের অনেকাংশই প্রভাবিত হয় এই ল্যাংচার বিক্রিতে ৷ তাই ভোট বাজারে এই ল্যাংচা তীর্থের শ্রমিক থেকে দোকানের মালিক সবাই বলছেন, ‘গত পাঁচ বছরে অনেক মিহিদানা, সীতভোগ দেখলাম ৷ দেখা যাক এবার কী হয় !’
প্রশ্ন করার আগেই স্থানীয়রা নিজেরাই জানালেন, ‘এবার ভোটে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি ৷ এতদিন তৃণমূলের পাশে সিপিআইএমের পতাকা প্রায় দেখাই যেত না ৷ এবার কিন্তু দুই পার্টির পতাকাই পাশাপাশি উড়ছে বর্ধমানে ৷ ’ স্থানীয়দের কথায়, আর বর্ধমানের ভোট প্রচারে আবহে একটা জিনিস স্পষ্ট, ল্যাংচা জগতে ভোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে, গরম ল্যাংচা মুখে পুরে নিতে কোমর বেঁধে তৈরি তৃণমূল-বামফ্রন্ট দু’পক্ষই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Burdawan, Langcha Sweet, Shaktigarh, West Bengal Asembly Election 2016, West Bengal Assemblly Election