• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • বীরভূম জেলে ২ দল বন্দির মধ্যে সংঘর্ষ, সংঘর্ষের সুযোগে কয়েকজনের পালানোর চেষ্টা

বীরভূম জেলে ২ দল বন্দির মধ্যে সংঘর্ষ, সংঘর্ষের সুযোগে কয়েকজনের পালানোর চেষ্টা

সকাল তখন সাতটা। বৃষ্টি ভেজা সকালে ঘুম ভেঙে সব ছন্দে ফিরছে বীরভূম শহর।

সকাল তখন সাতটা। বৃষ্টি ভেজা সকালে ঘুম ভেঙে সব ছন্দে ফিরছে বীরভূম শহর।

সকাল তখন সাতটা। বৃষ্টি ভেজা সকালে ঘুম ভেঙে সব ছন্দে ফিরছে বীরভূম শহর।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #বোলপুর: সকাল তখন সাতটা। বৃষ্টি ভেজা সকালে ঘুম ভেঙে সব ছন্দে ফিরছে বীরভূম শহর। আচমকাই সিউড়ি জেলা সংশোধনাগার থেকে সাইরেনের শব্দ। মুহূর্তে উত্তেজনা শহরে। কিছুক্ষণের মধ্যেই লাইন দিয়ে সংশোধনাগারে ঢোকে জেলা পুলিশের গাড়ি।

  তখনও উৎসুক জনতার ভিড় সংশোধনাগারের বাইরে। সাত সকালে সাইরেনের শব্দে, অনেকেই কাজ ফেলে দৌড়ছেন সংশোধনাগারের গেটে। সংশোধনাগারে বন্দি গুনতির সময়েই দু দল বন্দির মধ্যে সংঘর্ষ হয়। সেই সুযোগে বেশ কয়েকজন পালানোর চেষ্টা করে। সংঘর্ষ ও তার সুযোগে পালাতে যাওয়া বন্দিদের আটকাতে গিয়ে আহত হন ওয়েলফেয়ার অফিসার ও এক কনস্টেবল। বন্দিদের ধরতে গিয়ে আহত হন ওই দুজন। ততক্ষণে জেলা পুলিশের বশাল বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুজনকে ভর্তি করা হয় সিউড়ি জেলা হাসপাতালে।

  সংঘর্ষ আর সেই সুযোগে বন্দি পালানোর ঘটনায় তদন্তে বীরভূম জেলা সংশোধনাগারে যান বর্ধমান রেঞ্জ কারা বিভাগের ডিআইজি বিপ্লব দাস। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে কারা দফতর।

  First published: