#বিষ্ণুপুর: ডুয়ার্সের পর এবার বাঁকুড়া। ফের ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা ঘটল। শুক্রবার রাতে প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় পিয়ারডোবায় তিনটি হাতির মৃ্ত্যু হয়। যার জেরে ওই লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে রাতের দিকে রেল লাইন থেকে মৃত হাতিগুলিকে সরালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা লেগেই রয়েছে। এবার ঘটনা ঘটল বাঁকুড়ার পিয়ারডোবায়। এর আগে ডুয়ার্সে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটলেও, দক্ষিণবঙ্গে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা খুব একটা ঘটেনি। শুক্রবার রাতে বিষ্ণুপুর ও পিয়ারডোবা স্টেশনের মাঝে লাইন পারাপার করছিল হাতির একটি দল। সেই সময় খড়গপুর-আদ্রা প্যাসেঞ্জার লোকালে কাটা পড়ে তিনটি হাতি। যার মধ্যে রয়েছে একটি বাচ্চা হাতিও।
ঘটনাস্থলেই দাঁড়িয়ে পড়ে খড়গপুর-আদ্রা প্যাসেঞ্জার। দুর্ঘটনার পরে দলের অন্য হাতিগুলো এলাকায় ঘোরাফেরা করায় রেল ও বনকর্মীরা ঘটনাস্থলে যেতে পারেনি। বেশ কিছুক্ষণ পর হাতিগুলিকে সরিয়ে বনকর্মীরা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে একটির কথা বলা হলেও, পরে তিনটি হাতির মৃত্যুর সত্যতা স্বীকার করে রেল ও বনদফতর।
পরে রাতের দিকে রেল লাইন থেকে মৃত হাতিগুলিকে সরান হয়। এরপরই ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura, Bishnupur, Elephant Death, Indian Railways, Train Accident, বিষ্ণুপুর