Home /News /south-bengal /

বাঘমুণ্ডি ধর্ষণকাণ্ডে ধৃতের জেল হেফাজত

বাঘমুণ্ডি ধর্ষণকাণ্ডে ধৃতের জেল হেফাজত

বাঘমুণ্ডি ধর্ষণকাণ্ডে ধৃত সুমিত সুপকারের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত ৷ গত ৩ মে পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষকে ধর্ষণের অভিযোগ উঠে বাঘমুণ্ডি ব্লকের কোষাধ্যক্ষের বিরুদ্ধে ৷ নির্যাতিতা তার বয়ানে জানান ঘটনার দিন কাজের বাহানা দেখিয়ে নিজের কোয়ার্টারে তাকে ডেকে বিডিও সুমিত সুপকার। সেখানে তাকে ধর্ষণ করে ৷ ধর্ষণের কথা যাতে নির্যাতিতা যাতে কাউকে না জানায় সেই জন্য তাকে হুমকিও দেয় সুমিত সুপকার ৷ প্রথমে ভয় পেলেও পরে অবশ্য নিজের পরিবারের সদস্যদের সব জানিয়ে দেয় তরুণী ৷ এরপর বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷ তাদের অভিযোগের ভিত্তিতে সুমিত সুপকারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শনিবার তাকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় ৷

আরও পড়ুন...
 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #পুরুলিয়া: বাঘমুণ্ডি ধর্ষণকাণ্ডে ধৃত সুমিত সুপকারের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত ৷ গত ৩ মে  পঞ্চায়েত সমিতির  খাদ্য কর্মাধ্যক্ষকে ধর্ষণের অভিযোগ উঠে বাঘমুণ্ডি ব্লকের কোষাধ্যক্ষের বিরুদ্ধে ৷ নির্যাতিতা তার বয়ানে জানান ঘটনার দিন কাজের বাহানা দেখিয়ে নিজের কোয়ার্টারে তাকে ডেকে পাঠায় সুমিত সুপকার। সেখানে তাকে ধর্ষণ করে ধৃত ৷ ধর্ষণের কথা নির্যাতিতা যাতে কাউকে না জানায় সেই জন্য তাকে হুমকিও দেয় সুমিত সুপকার ৷ প্রথমে ভয় পেলেও পরে অবশ্য নিজের পরিবারের সদস্যদের সব জানিয়ে দেয় তরুণী ৷ এরপর বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷ তাদের অভিযোগের ভিত্তিতেই সুমিত সুপকারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শনিবার তাকে  আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় ৷

  First published:

  Tags: Baghmundi Rape Case, Bengali News, ETV News Bangla, Jail Custody, Rape, জেল হেফাজত, বাঘমুণ্ডি ধর্ষণকাণ্ড

  পরবর্তী খবর