#পুরুলিয়া: সারাদিন বন্ধ লিফট। ফিমেল ওয়ার্ডের বিছানায় জল। ছাতা মাথায় দিয়ে রয়েছেন রোগীরা। টানা বৃষ্টির জেরে এমনই বেহাল দশা পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালের।
অবশেষে পুরুলিয়া সদর হাসপাতালের পরিষেবা ফেরাতে উদ্যোগী হল হাসপাতাল কর্তৃপক্ষ। ৩ দিন বন্ধ থাকার পর হাসপাতালে চালু হল লিফট। আজ পূর্ত দফতর ও হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠকের পর লিফট চালু হয়। ছাদটিও দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতালে সারাদিনই বন্ধ লিফট। ফিমেল ওয়ার্ডের ছাদ থেকে জল পড়ছে টপটপ করে। অগত্যা ছাতা মাথায় দিয়েই বেডে থাকছেন রোগীরা। আত্মীয়ারও দেখতে আসছেন ছাতা মাথায়। এই ছবি পুরুলিয়া দেেবন মাহাতো হাসপাতালের।
লাগাতার বৃষ্টিতে বেসমেন্টে জল জমে মেশিনে ঢুকে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে তিনটি লিফট। চারতলা হাসপাতালে বাধ্য হয়ে সিঁড়ি বেয়ে উঠছিলেন অসুস্থরা। আর তারপরেই তড়িঘড়ি পূর্ত দফতরের সঙ্গে বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। কয়েকঘণ্টার মধ্যেই লিফট চালু হয় দেবেন মাহাতো হাসপাতালে। যদিও ছাদ থেকে এখনও চুঁইয়ে পড়ছে জল। ছাদ সংস্কার নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন হাসপাতাল ও পূর্ত দফতরের আধিকারিকরা। দুর্ভোগ কাটায় আপাতত স্বস্তিতে রোগী ও তাঁদের পরিজনেরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।