Home /News /south-bengal /
অটো ও টোটোর দৌরাত্বের প্রতিবাদে আসানসোলে বাস ও মিনিবাস মালিকদের ধর্মঘট

অটো ও টোটোর দৌরাত্বের প্রতিবাদে আসানসোলে বাস ও মিনিবাস মালিকদের ধর্মঘট

প্রতিবাদে বুধবার থেকে আসানসোলে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের পথে বাস ও মিনিবাস মালিক সংগঠন ।

 • Share this:

  #আসানসোল: প্রতিবাদে বুধবার থেকে আসানসোলে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের পথে বাস ও মিনিবাস মালিক সংগঠন ।

  ভিন জেলার বাস ও শিল্প শহরে প্রবেশ করবে না । পাশাপাশি বাস দুর্ঘটনায় কারও প্রান গেলে ৩০৪ ধারায় ( অনিচ্ছাকৃত খুন) মামলা হয় চালকের বিরুদ্ধে । এই ধারার প্রতিবাদ ও করেছে মালিক পক্ষ ।

  এই ধর্মঘটে প্রায় ৪৫০ টি মিনিবাস ও দুরপাল্লার বাস সহ প্রায় ২০০ টি বাস বন্ধ থাকবে। এই ধর্মঘটে শহরে যেমন বাস ও মিনিবাস চলবে না তেমন বাইরে থেকেও বাস - মিনি বাস আসানসোল শিল্পাঞ্চলে ঢুকবে না। এর ফলে যাত্রীরা চরম দূর্ভোগে পড়বেন। প্রসঙ্গত এই দাবিতে এর আগেও কয়েকবার বাস-মিনি বাসের ধর্মঘট হয়েছিল। বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের দাবি বাস ও মিনিবাস রুটে বেআইনিভাবে অটো ও টোটো চলাচল করায় সমস্যা হচ্ছে।এই বিষয়ে প্রসাশনকে একাধিকবার বলেও কোনো সুরাহা হয়নি। তারই প্রতিবাদে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশন।

  First published:

  Tags: Asansole, Bus, Strike

  পরবর্তী খবর