#আসানসোল: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হল। মৃতার নাম প্রভাদেবী (৪৪)। তাঁর বাড়ি আসানসোলের জামুরিয়ার কেন্দায়।
জানা গিয়েছে, গত ১৯ অগাস্ট জ্বর নিয়ে রানীগঞ্জের বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই মহিলাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল, শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
এমনকী, হাসপাতাল কর্তৃপক্ষ ডেথ সার্টিফিকেটেও ডেঙ্গির কারনে যে মৃত্যু তা উল্লেখ করেছে। মৃত প্রভাদেবীর স্বামী ছোটন ভুইঞাঁ ইসিএলের কর্মী। জানা গিয়েছে, ওই এলাকায় প্রচুর শুকর রয়েছে। এলাকাতেও প্রচুর নোংরা আবর্জনা রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।