Home /News /south-bengal /
কলাইকুণ্ডায় ভেঙে পড়ল বিমান !

কলাইকুণ্ডায় ভেঙে পড়ল বিমান !

ফের প্রশিক্ষণের সময় বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটল ৷ এবার ঘটনাস্থল এরাজ্যের কলাইকুণ্ডা ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #খড়গপুর:  ফের প্রশিক্ষণের সময় বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটল ৷ এবার ঘটনাস্থল এরাজ্যের কলাইকুণ্ডা ৷ ভেঙে পড়ে একটি হক ট্রেনার এয়ারক্রাফট।বৃহস্পতিবার সকালেই দুর্ঘটনাটি ঘটে ৷ তবে এই দুর্ঘটনায় কারোর মৃত্যু হয়েনি বলেই ভারতীয় বিমান-বাহিনী সূত্রে খবর ৷ অক্ষত রয়েছেন দুই পাইলট ৷ এয়ারফিল্ড এলাকাতেই ভেঙে পড়ে বিমানটি ৷  তাই বিমানবাহিনীর দাবি, সাধারণ মানুষের  সম্পত্তির কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷

  এয়ারফোর্সের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বিমানটি টেক অফ করার সঙ্গে সঙ্গেও যান্ত্রিক গোলোযোগের মুখে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে।’’ পাইলটরা নিরাপদে নেমে আসেন। পাইলটরা কেউ আহত হননি বলে জানা গিয়েছে। এইভাবে আচমকা বিমানটি ভেঙে পড়ার কারণ স্পষ্ট নয়।ঘ টনার তদন্ত চেয়েছে এয়ারফোর্স। গোটা এলাকাটি নিরাপত্তায় ঘিরে ফেলেছে বিমানবাহিনী। এ নিয়ে এই মাসে দ্বিতীয় বার সেনা বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটল। ‌দিন কয়েক আগে ভেঙে পড়ে বায়ুসেনার বিমান AN-32. এখনও পর্যন্ত সেটার খোঁজ চলছে।

  First published:

  Tags: Indian Airforce, Kalaikunda, Plane Accident, Plane Crash, খড়গপুর

  পরবর্তী খবর