corona virus btn
corona virus btn
Loading

৬ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল পিক আপ ভ্যান ! মৃত ১

৬ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল পিক আপ ভ্যান ! মৃত ১

পথ দূর্ঘটনায় মৃত ১, গুরুতর ভাবে জখম ২, আহত অন্তত ১৭ জন !

  • Share this:

#ঝাড়গ্রাম: পথ দূর্ঘটনায় মৃত ১, আহত অন্তত ১৭ জন ! আজ, মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ৬ নম্বর জাতীয় সড়কের ঝাড়গ্রাম থানার অন্তর্গত ফাঁসিতলা এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, কেশপুর থেকে একটি পিকআপ ভ্যানে ২২ জন মিলে একটি ঢালাই-এর মেশিন নিয়ে গোপিবল্লভপুর যাচ্ছিলেন ৷ ৬ নম্বর জাতীয় সড়কের ঝাড়গ্রাম থানার অন্তর্গত ফাঁসিতলা এলাকায় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে পিকআপ ভ্যানটি উল্টে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের ৷ মৃতের নাম লখু দোলুই (২৭)। ঘটনায় আহত হয়েছেন ১৭ জন। যার মধ্যে গুরুতর আহত ২ ৷ গাড়িতে থাকা ঢালাই মেশিনের আঘাতের জেরেই একজনের মৃত্যু ও ২ জন গুরুতর আহত হন ৷ বাকিরাও ছিটকে পড়ে যায়।

আহতরা ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। পিকআপ ভ্যানে থাকা আহত ব্যক্তিরা জানান, ফাঁসিতলা এলাকায় যখন ঘটনাটি ঘটে তখন এলাকার মানুষ ঘটনাটি দেখলেও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। যদি তারা সাহায্যের হাত বাড়াতেন তাহলে হয়তো লখু দোলই (২৭) প্রাণে বেঁচেও যেতে পারতেন।

First published: August 29, 2017, 2:38 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर