Home /News /south-bengal /
পা পিছলে নদীর জলে, সারারাত সাঁতার কেটে প্রাণে বাঁচলেন ৬১ বছরের মহিলা !

পা পিছলে নদীর জলে, সারারাত সাঁতার কেটে প্রাণে বাঁচলেন ৬১ বছরের মহিলা !

ছোট‌বেলায় শেখা সাঁতার ৬১ বছর বয়‌সে যে তার প্রান বাঁচা‌বে ভাব‌তেও পা‌রেন‌নি তপ‌তি দে‌বি।

 • Share this:

  #বর্ধমান: ছোট‌বেলায় শেখা সাঁতার ৬১ বছর বয়‌সে যে তার প্রান বাঁচা‌বে ভাব‌তেও পা‌রেন‌নি তপ‌তি দে‌বি। পেশায় শিশু‌শিক্ষা‌কে‌ন্দ্রের শি‌ক্ষিকা। সারা রাত ৫০ কি‌লো‌মিটার জ‌লে সাঁতার দি‌য়ে বেঁচে রই‌লেন তি‌নি।

  বর্ধমা‌নের জামালপু‌রে দা‌মোদর নদী‌তে গতকাল সন্ধ্যা ৭ টায় পা‌ পিছ‌লে ত‌লি‌য়ে যান ৬১ বছরের তপ‌তী চৌধুরী। রাতে অন্ধকা‌রে নদীর পা‌ড়ের কাউকেই দেখ‌তেই পা‌ন‌নি বাঁচা‌নোর আর্তিটুকু জানা‌নোর জন্য সারারাত বাঁচার লড়াই । হা‌তের সাম‌নে যা পে‌য়ে‌ছেন জাপ‌টে ধ‌রে‌ছেন বাঁচার জন্য । হুগ‌লীর বে‌গোর মো‌ড়ে দা‌মোদর দু‌টি ভা‌গে বিভক্ত হ‌য়েযায় সেখা‌নে মু‌ন্ডেশ্বরী ও দা‌মোদর দুই ভা‌গে । উনি মু‌ন্ডেশ্বরী নদীর দি‌কে ভে‌সে চ‌লে যান । রবিবার সকাল সাড়ে সাতটার সময় হুগ‌লির পুড়শুরা থানার ভাঙা‌মোড়া এলাকা থে‌কে জী‌বিত অবস্থায় উদ্ধার ক‌রেন স্থা‌নীয়রা । সারা রাত দা‌মোদর নদী‌তে সাঁতার কে‌টে ভে‌সে ছি‌লেন তিনি । বর্তমা‌নে তি‌নি সুস্থ্য আছেন । প‌রিবা‌রের লোকজন ওনা‌কে বর্ধমা‌নের বা‌ড়ি‌তে নি‌য়ে যান ।

  First published:

  Tags: River, Swim, Women

  পরবর্তী খবর