#খড়দহ: বাড়িতে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল এক বয়স্ক দম্পতির ৷ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে খড়দহের পানশিলার নবীনাচল এলাকায় ৷ বৃহস্পতিবার ভোররাতে ওই বয়স্ক দম্পতির বাড়িতে আগুন লেগে যায় ৷ বুঝতে পারার আগেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ৷ বয়সের বাধায় বাড়ি থেকে সঠিক সময় বেরোতে পারেননি স্বামী-স্ত্রী ৷ আগুনে পুড়ে মৃত্যু হয় দু’জনের ৷
অন্যদিকে, ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল সময় মতো পৌঁছেও কাজ শুরু করতে পারেনি ৷ দমকলকর্মীদের অভিযোগ, সরু রাস্তা হওয়ায় আগুন লাগা বাড়িটির সামনে পৌঁছতেই পারেনি দমকলের গাড়ি ৷ এলাকাবাসীদের চেষ্টাতেই আগুন নেভানো হলে খড়দহ থানার পুলিশ এসে ঘর থেকে উদ্ধার করে দু’জনের দেহ ৷ কী করে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Burned Alive, Fire Brigade, Khardah, Old Couple