#বারুইপুর: বারুইপুরের মল্লিকপুর লিচুবাগান এলাকায় মিলল অস্ত্র কারখানার হদিশ। কারখানা থেকে উদ্ধার হয়েছে ১৮টি 9MM ও একটি 7MM পিস্তল ৷ এছাড়াও পাওয়া গিয়েছে ১০০টি কাতুর্জ ও অস্ত্র তৈরির সামগ্রী। উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা ও একটি ড্রিল মেশিন ৷
বৃহস্পতিবারই আফতাব আলম-সহ চার জনকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। ধৃতদের জেরা করে মেলে অস্ত্র কারখানার তথ্য ৷ শুক্রবার সকাল থেকেই মল্লিকপুর এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ ৷ লিচুবাগান এলাকায় আফতাব আলমের আস্তানায় অস্ত্র কারখানার হদিশ মেলে। বেআইনী অস্ত্র কারখানা চালানোর অভিযোগে আরও এক জনকে গ্রেফতার করা হয় । এদিনই ধৃতদের পেশ করা হয় আদালতে ৷ ধৃত পাঁচ জনকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও অস্ত্রের সন্ধান মিলবে বলে অনুমান পুলিশের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arrested, Baruipur, Fire Arms seized, Illegal Arms Factory, Police