#নদিয়া: সালিশির প্রতিবাদ করায় গোটা পরিবারকে সামাজিক বয়কটের অভিযোগ। ঢোল পিটিয়ে সামাজিক বয়কটের ফতোয়া জারি করে গ্রামের মোড়লরা।
নদিয়ার কালীগঞ্জের পলাশি নতুনপাড়ার ঘটনা। স্থানীয় ইলিয়াস শেখের খুড়তুতো দাদার ছেলের বিয়ে নিয়ে গণ্ডগোল বাঁধে। সালিশি সভায় মিটমাট করতে গেলে ৩০ লক্ষ টাকা দাবি করেন মোড়লরা। প্রতিবাদ করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন ইলিয়াস।
এরপরই তিনি ও তাঁর পরিবারকে বয়কটের ফতোয়া ধরান সাত জন মোড়ল। কারও সঙ্গে কথা বলতে না দেওয়া, রেশন তুলতে না দেওয়ার অভিযোগ উঠেছে ওই মোড়লদের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান থেকে জেলাশাসকের কাছে সালিশির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন ইলিয়াস শেখ। মোড়লদের পাল্টা দাবি, সালিশিসভায় অশ্লীল ভাষা ব্যবহার করায় তাঁকে একঘরে করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kangaroo court, Socially Boycott